আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁচ ভাগে বিভক্ত করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ।
বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে একথা বলেন তিনি। যে কোনো নাশকতা ও হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে বলেও জানান র্যাব মহাপরিচালক। ঢাকা ছাড়া দেশের বিভাগীয় ও জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা নেয়ার কথাও জানান বেনজির আহমেদ। তিনি আরও জানান, এই নিরাপত্তা ব্যবস্থা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বহাল থাকবে। এছাড়া, রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকান্ডে নিরাপত্তা নিশ্চিত করা গেলে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়বে বলেও জানান রেব মহাপরিচালক।