আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়ে বলেন, বঙ্গবন্ধু সবসময় নারীকে সামনে এগিয়ে নিতে উদ্যোগ করেছেন। সেই নীতি নিয়েই বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করছে।
নারী দিবস উদযাপন উপলক্ষে শিশু একাডেমি মিলনায়তনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জয়িতা সম্মাননা পদক তুলেন দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এবারের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব”। মহামারীকালে বাংলাদেশের ডাক্তার, নার্স, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব পর্যায়ের নারীরা গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ নারীরাই করোনাকে জয় করে নতুন সমতার বিশ্ব গড়ে তুলবে।