আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে নাটোর জেলা বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৬৯১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে নাটোর জেলা বিএনপিসকালে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনিতে মিছিল করে নাটোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশে বেশি গুমের শিকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা। সরকার আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই গুমকান্ড চালিয়ে আসছে। সরকারের এই কর্মকান্ডের নিন্দা ও ধিক্কার জানান তারা।
ঝালকাঠিতে পুলিশের বাঁধার মুখে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মৌন মিছিল করেছে বিএনপি। শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে কালীবাড়ি সড়ক, সাধনার মোড় প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ের দিকে এগিয়ে গেলে বাঁধা দেয় পুলিশ। পরে সেখানেই মিছিল শেষ করে বিএনপি।বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন ।