আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার করিম খান

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ মানবাধিকার কর্মী ব্যারিস্টার করিম খান।
৫০ বছর বয়সী করিম খান শুক্রবার ১২৩ সদস্য দেশের মধ্যে ৭২টি দেশের ভোটে নির্বাচিত হন। করিম খান গাম্বিয়ার ফাতাও বেনসুদার স্থলাভিশিক্ত হচ্ছেন। গত বছর ফাতাও এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন। আগামী ১৬ই জুন থেকে ৯ বছরের জন্য আইসিসির প্রধান প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন করিম খান। এরআগে জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে জাতিসংঘের তদন্তে কাজ করেছেন তিনি।