আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি- জেপি থেকে পদত্যাগ করলেন

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৮৪৮ বার পড়া হয়েছে
আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি- জেপি থেকে পদত্যাগ করলেন পিরোজপুরের কাউখালী উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।
কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু কাউখালী হাটের খাজনা মওকুফ করার ঘোষণা দিলেও সেটা পরিশোধ করার কোন ব্যবস্থা তিনি করেননি। তাই বাধ্য হয়ে চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু নিজেই বিগত ছয় মাস ধরে কাউখালী হাটের খাজনার টাকা সরকারের কোষাগারে জমা দেন। এছাড়াও দল পরিচালনায় স্বেচ্ছাচারিতা ও এই সংসদীয় আসনের অন্য উপজেলার সাথে উন্নয়ন কাজের ব্যাপক বৈষম্য হওয়ায় কারণে পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেন তিনি।