আদালত অবমাননার অভিযোগে সারজিস আলমকে নোটিশ

- আপডেট সময় : ০২:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
উচ্চ আদালত সম্পর্কে ফেসবুকে ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
আজ শনিবার (২৪ মে) এই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালত নিয়ে সারজিস আলম যে মন্তব্য করেছেন, তা আদালতের মর্যাদাহানি করে এবং এটি আদালত অবমাননার সামিল।
আইনজীবী তার পাঠানো নোটিশে সারজিস আলমকে তার স্ট্যাটাস প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
এ বিষয়ে সারজিস আলমের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এনসিপির পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মত প্রকাশের স্বাধীনতা বনাম আদালতের মর্যাদার প্রশ্নে ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন।
__ডিজিটাল ডেস্ক