আদালতের হাজতখানা থেকে পালিয়ে গেছে হত্যা মামলার আসামি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
 - / ১৫৫০ বার পড়া হয়েছে
 
সুনামগঞ্জ আদালতের হাজতখানা থেকে ইকবাল হোসেন নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে।
বুধবার সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেন পুলিশ সুপার মিজানুর রহমান। ২০১৭ সালের জুন মাস থেকে স্ত্রী হত্যা মামলায় কারাগারে ছিলেন ইকবাল। বুধবার জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা ছিল তার। আদালত শেষে কোর্ট হাজতে নেয়া হলে সেখান থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়। পলাতক আসামিকে ধরতে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। সে জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগের গ্রামের রমজান আলীর ছেলে।
																			
																		














