আত্মহত্যা প্রতিরোধে এনজিওদের সাথে কাজ করতে আগ্রহী সিআইডি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
আত্মহত্যা প্রতিরোধে এনজিওদের সাথে কাজ করতে আগ্রহী সিআইডি। আত্মহত্যার কারণ চিহ্নিত করতেই এই উদ্যোগ গোয়েন্দা সংস্থার।
সিআইডি কার্যালয়ে সংস্থাটির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে এনজিও প্রফেশনালসদের সাথে নিয়ে কাজ করতে হবে।পাশাপাশি সচেতনতার মাধ্যমে আত্মহত্যা প্রবণ মানুষদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। সম্প্রতি ব্যবসায়ী মহসীন লাইভে এসে আত্মহত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ১৬ মিনিট লাইভে এসে কথা বললেন। তার মৃত্যু ঠেকানো যেতো বলে মনে করেন তিনি। টিভি চ্যানেলে ক্রাইম প্রোগামে আত্মহত্যা ও খুন দেখানো নিয়ে উদ্বেগ জানান তিনি। আত্মহত্যা প্রতিরোধে করণীয় নিয়েও আলোচনা করে বক্তারা।










