আঞ্চলিক সংকট মোকাবিলায় অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কোভিড মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে আঞ্চলিক সংকট মোকাবিলায় অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পাঁচ প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন.. এসক্যাপের ৭৮তম অধিবেশনে দেয়া ভিডিও বার্তায় এ প্রস্তাব দেন তিনি।
শেখ হাসিনা বলেন, কোভিড মহামারির প্রভাব মোকাবিলা করে অর্থনৈতিক পুনরুদ্ধারে হিমশিম খাচ্ছে বিশ্ব। এর মধ্যে রুশ-ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দ্রুত যুদ্ধ বন্ধ ও পরিস্থিতি মোকাবিলায় যৌথ পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার অনেক দেশ নামমাত্র জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। সেখানে মহামারিকালে বাংলাদেশ প্রশংসনীয় প্রবৃদ্ধি বজায় রেখেছে। ২০২১-২২ সালেও ৭ শতাংশের বেশি জিডিপি’র আশা করেন শেখ হাসিনা।