আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস

- আপডেট সময় : ০২:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। করোনার কারণে দিবসটি পালনে এবার সংক্ষিপ্ত কর্মসূচি নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা একেবারেই সংক্ষিপ্ত করা হয়েছে। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমেই উদযাপিত হলো মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা।
১৯৭১ সালের ১০ এপ্রিল ভারতের আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের পর, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই ১৭ এপ্রিল জাতীয় ৪ নেতার নেতৃত্বে ঐ সরকার শপথ নেয় মেহেরপুরের এই আম্রকাননে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর আম্রকাননে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়েছে। তারপর উত্তোলন করা হয় জাতীয় পতাকা। অর্পণ করা হয় শ্রদ্ধার্ঘ। সারাদেশের সাথে মেহেরপুরের মানুষের কাছেও দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার।
অন্যবছরের মতো এবার মুজিবনগর দিবসে করোনা মহামারীর কারণে হচ্ছে না কোন আনুষ্ঠানিকতা বা সভা-সমাবেশ।
মহামারী করোনা ভাইরাসের কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশে ছোট পরিসরে দিবসটি পালন করা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি পেতে ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সুসংহত করতে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অপরিসীম।