আজ ১০ নভেম্বর; শহীদ নূর হোসেন দিবস

- আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আজ ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস। গণতন্ত্র ফেরানোর সংগ্রামে অন্যতম নাম, আওয়ামী যুবলীগের কর্মী, নুর হোসেন। আজ তার জীবন উৎসর্গের দিন।
ক্ষমতা দখলের পালাবদলে জিয়া থেকে ক্ষমতা নেয় দীর্ঘস্থায়ী অবৈধ শাসক হুসেইন মুহম্মদ এরশাদ। রুদ্ধ হয় গণতান্ত্রিক চর্চা, ব্যাহত হয় নাগরিক জীবন ব্যবস্থা। এরই মাঝে, বন্দী জনতা ধীরে ধীরে বের হয় রাজপথে, স্লোগানে স্লোগানে আন্দোলিত হয় রাজধানীসহ সারাদেশ। সাতাশির নভেম্বর তুঙ্গে ওঠে প্রতিবাদ। সিদ্ধান্ত হয় তৎকালীন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ই নভেম্বর ঘেরাও হবে সচিবালয়। ভোরে মাকে ফিরে আসার ওয়াদা করে, ১০ই নভেম্বর, নূর হোসেন ছুটে যান রাজপথে। মিছিল তখন জিরো পয়েন্ট মোড়ে । শুরু হয়, এরশাদের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর গুলিবর্ষণ। মাটিতে লুটিয়ে পড়ে বেবিট্যাক্সি চালক নুর হোসেন। নুর হোসেনের সাথে, তপ্ত বুলেটে, প্রাণ হারায় আরো দুজন । সেই আত্মহুতির মধ্য দিয়ে নব্বই -এর ৬ই ডিসেম্বর পতন ঘটে স্বৈরশাসনের।