আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দুই সপ্তাহ রাষ্ট্রীয় সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল ৪ টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর যোগ দেয়া কথা রয়েছে। গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেন। এই সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বেঠক করেন প্রধানমন্ত্রী। পরে ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর শেষে দেশে ফিরে আসেন।