আজ শেষ হচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের গ্রুপ পর্বের খেলা
- আপডেট সময় : ০২:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আজ শেষ হচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের গ্রুপ পর্বের খেলা। শেষ দিনে রয়েছে দুই ম্যাচ। শেষ চার নিশ্চিত করতে আলাদা ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে রাজশাহী। সন্ধ্যায় মাঠে নামবে মিনিস্টার গ্রুপ ঢাকা ও ফরচুন বরিশাল।
মিরপুরে ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায়। গ্রুপ সেরা হয়েই কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম। নিয়ম রক্ষার ম্যাচে এবার রাজশাহীর বিপক্ষে লড়ছে মিথুনরা। সেরা একাদশের পরিবর্তে সাইড বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে দেখবে বন্দর নগরীর দলটি। দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায় ঢাকার প্রতিপক্ষ বরিশাল। অন্যদিকে, প্লে-অফ নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই রাজশাহীর সামনে। এদিকে, একই সমীকরণ নিয়ে দিনের দ্বিতীয় ম্যাচে নামবে বরিশাল। শেষ চারে যেতে হলে ঢাকাকে হারাতেই হবে তামিমদের। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করা ঢাকার সামনে সুযোগ আছে কোয়ালিফায়ারে যাওয়ার। তাই বরিশালকে হারাতে মরিয়া মুশফিকরা।



















