আজ শেরপুরের সোহাগপুর গণহত্যা দিবস

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আজ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ও এদেশীয় দোসররা সোহাগপুর গ্রামের মানুষের উপর তাণ্ডব চালিয়ে নির্বিচারে গুলি আর বেয়নেট দিয়ে ১৮৭ জন নিরীহ মানুষকে হত্যা করে।
পাশবিক নির্যাতন চালায় ১২ জন গৃহবধূর উপর।দীর্ঘদিন পর হলেও সোহাগপুরের নির্যাতিতারা বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিধবারা পেয়েছে ২৯টি পাকা ঘর, বেসরকারি প্রতিষ্ঠানের মাসিক ভাতা। তাই শোকের মাঝেও এখন গ্রামটিতে এখন বইছে সুখের বাতাস।তবে ৩৭ জন বিধবার থেকে বার্ধক্যজনিত কারণে ১৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বেঁচে আছেন ২৩ জন বিধবা। প্রতি বছরের মত এবারো দিনটি স্মরণ করে রাখার জন্য স্মৃতিস্তম্ভের সামনে শহীদ বেদীতে সীমিত পরিসরে মিলাদ মাহফিলের আযোজন করেছেন বীরাঙ্গনা ও শহীদ পরিবারের সদস্যরা।