আজ শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
আজ শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। পার্থের ওয়াকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
জয় দিয়ে আসর শুরু করতে চায় টাইগ্রেসরা। প্রস্তুতি ম্যাচ জিতে বেশ উজ্জীবিত সালমা খাতুনের দল। সেই সাথে এশিয়া কাপে ভারতে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগাতে মরিয়া সালমা-জাহানারারা। তাই প্রতিপক্ষ নয়, নিজেদের সামর্থ্যের ওপর বেশি আস্থা টিম বাংলাদেশের। অন্যদিকে, প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারত। সেই সঙ্গে পুনম যাদবের লেগ স্পিন বাড়তি শক্তি টিম ইন্ডিয়ার। তাই জয়ের ধারা ধরে রাখতেই মাঠে নামবে ভারত।