আজ শুভ বিজয়া দশমী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৬২৫ বার পড়া হয়েছে
শুভ বিজয়া দশমী আজ। চারদিকে দেবী দুর্গার বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দোলায় চড়ে আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী, ফিরবেন কৈলাশে।
সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। টানা মন্ত্রপাঠ, উলুধ্বনি আর অঞ্জলির সঙ্গে ঢাকের বাদ্যে দেবীকে বিদায় জানাবেন ভক্তরা। করোনার কারণে, এবার বিজয়া দশমীতে শোভাযাত্রা হচ্ছে না। চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ১১ অক্টোবর শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পরবর্তী ৪ দিন রাজধানীসহ দেশব্যাপী পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।