আজ রামপুরা ও শাহবাগে প্রতীকী লাশের মিছিল বের করার কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা

- আপডেট সময় : ১২:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নিরাপদ সড়কের দাবিতে আজ রামপুরা ও শাহবাগে প্রতীকী লাশের মিছিল বের করার কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে, বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ ডিসেম্বর থেকে দেশের সব সিটি কর্পোরেশনে হাফ ভাড়া কার্যকর হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। এদিকে, শনিবার ঢাকায় ‘লালকার্ড’ ও ব্যঙ্গচিত্রও প্রদর্শন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রামপুরা ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালিত হয়। প্রায় পনের দিন ধরে নিরাপদ সড়কের দাবিতে ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সিটি কর্পোরেশনের ময়লা গাড়ির ধাক্কায় নটরডেম ছাত্র নাইমের মৃত্যুর পর থেকে প্রথমে ৯দফা পরে ১১ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এদিকে, রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, পুরো নভেম্বর জুড়ে সড়ক দুর্ঘটনায় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।