আজ মুখোমুখি হবে এভারটন ও আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ একমাত্র ম্যাচ। মুখোমুখি হবে টেবিলের আট নয়ের দল এভারটন ও আর্সেনাল। রাত ১টায় শুরু হবে ম্যাচ। প্রথম লেগে আর্সেনালের হারিয়েছে এভারটন।
তাই ঘরের মাঠে এবার প্রতিশোধের মিশন গানারদের। সম্প্রতি মাঠের লড়াই ধূকছে এভারটন। লিগে শেষ ৫ ম্যাচে জয় নেই কার্লো আনচেলত্তির দলের। অন্যদিকে, ইনজুরিতে এই ম্যাচে খেলা হবে না আর্সেনাল ফরোয়ার্ড ওবামেয়াং ও লাকাজেতের। কিরান টার্নি ও ডেভিড লুইজ এই ম্যাচেও থাকতে পারেন সাইডলাইনে। তবে, শেষ ২৪ ম্যাচে ঘরের মাঠে` এভারটনের সাথে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে গানাররা। এভারটনে নেই ইনজুরি সমস্যা। ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে এভারটন। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল আছে তালিকার নয়ে, ৪৬ পয়েন্ট নিয়ে।
























