আজ মাগুরার শোকাবহ স্বজন হারানো কামান্না শহীদ দিবস

- আপডেট সময় : ০৪:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
আজ ২৬ নভেম্বর। মাগুরার শোকাবহ স্বজন হারানো কামান্না শহীদ দিবস। মহান মুক্তিযুদ্ধের এইদিনে শহীদ হন মাগুরার হাজিপুর বাহিনীর ২৮ মুক্তিযোদ্ধা।মহান মুক্তিযুদ্ধে এ ঘটনাটি এ অঞ্চলের মুক্তিযুদ্ধে অন্যতম বৃহৎ বিয়োগান্তক ঘটনা।
১৯৭১ এর ২৬ নভেম্বর মাঝরাতে পার্শ্ববর্তী কামান্না গ্রামের মাধব কুন্ডু নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিল হাজিপুর বাহিনীর ৪০জন মুক্তিযোদ্ধার একটি দল। রাজাকাররা এ খবর মুহুর্তে পৌঁছে দেয় পাক হানাদার বাহিনীর কাছে। ওইদিন গভীর রাতে কুয়াশার মধ্যে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে তিনদিক থেকে আক্রমণ করে পাক বাহিনী। অতর্কিত আক্রমণে সামান্য প্রতিরোধ করেই শহীদ হন ২৮ বীর মুক্তিযোদ্ধা। এ যুদ্ধে শহীদদের স্মরণ করতে রাষ্ট্রীয় ভাবে কর্মসূচী ঘোষণা, স্মৃতি সংরক্ষণ ও রাজাকারদের বিচারের দাবী করেন এই মুক্তিযোদ্ধা কমান্ডার।
এদিকে ঝিনাইদহের শৈলকুপার কামান্নায় ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধার ৫০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। পরে তাদের আত্মার মাহফেরাত কামনায় দোয়া করা হয়।