আজ মধ্যরাতে শেষ হচ্ছে সপ্তম ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা
- আপডেট সময় : ০৮:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
আজ মধ্যরাতে শেষ হচ্ছে সপ্তম ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা।শেষ মুহূর্তে প্রতিটি ইউনিয়নে ব্যস্ত প্রার্থীরা। এদিকে, কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৯ ইউনিয়নে দলীয় প্রতীকহীন নির্বাচন হচ্ছে। দলীয় প্রতীক না থাকায় স্বস্তিতে আছেন প্রার্থী ও ভোটাররা। অন্যদিকে, পটুয়াখালীর রাঙ্গাবালীর ২ ইউপিতে দীর্ঘ ১৮ বছর পর নির্বাচন হচ্ছে।
প্রার্থীরা দিন-রাত ছুটছেন ভোটারদের কাছে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সমর্থকরাও প্রার্থীদের সাথে অংশ নিচ্ছেন গণসংযোগে। মাঝে মাঝে স্লোগানে জানান দিচ্ছেন পছন্দের প্রার্থীর মার্কা। কিশোরগঞ্জের দৃশ্য এখন এমনই । ইটনা কিশোরগঞ্জ-৪ আসনের অন্তর্ভুক্ত উপজেলা। প্রতিটি ইউনিয়নেই নির্বাচনী উৎসবে মাতোয়ারা হাওরবাসী। যুগ যুগ ধরে হাওরের নদীগুলোর ভাঙ্গন এসব ইউনিয়নের প্রধান সমস্যা। তাই, ইউপি নির্বাচনকে সামনে রেখে নদী ভাঙ্গন রোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন– এমন জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলছেন ভাঙ্গন কবলিত মানুষ।
রাজনৈতিক চাপবিহীন নিজেদের পছন্দের প্রার্থীদের সমর্থন দিতে পেরে খুশি হাওরের ভোটার। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।
ইটনা উপজেলার ৯ ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলছেন এ কর্মকর্তা ।
কিশোরগঞ্জের বিস্ময় অলওয়েদার সড়কের সৌন্দর্য খ্যাত এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩১ হাজার ১২০।
ইউনিয়ন বিভক্ত ও সীমানা জটিলতা কাটিয়ে দীর্ঘ ১৯ বছর পর হতে যাচ্ছে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ও মৌডুবী ইউপি নির্বাচন।
৭ ফেব্রুয়ারী হবে ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে এলাকায় বিরাজ করছে টান টান উত্তেজনা। প্রার্থীদের একে উপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যদিয়ে চলছে জমজমাট প্রচারণা। ২ ইউনিয়নে সক্রিয় রয়েছেন ৮ চেয়ারম্যান প্রার্থী ১০৯ মেম্বার ও ২৯ জন সংরক্ষিত মহিলা মেম্বার। যোগ্য প্রার্থীকেই ভোট দেয়ার কথা জানান ভোটাররা।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উৎসব মুখর পরিবেশে ভোটাররা নৌকা প্রতীকে ভোট দেবেন।
তবে নির্বাচন সুস্থ হলে বিজয়ের আসা করছেন স্বতন্ত্র প্রার্থীরাও
ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে নানা প্রস্তুতির কথা জানান এই নির্বাচন কর্মকর্তা।
দীর্ঘ ১৮ বছর পর একটি পুরাতন ও একটি নতুন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৮ টি ভোট কেন্দ্রে ২০ হাজার ৬০৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানায় নির্বাচন অফিস।










