আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
যুব বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যে ম্যাচ জুনিয়ার টাইগারদের স্বপ্ন পূরণ আর নতুন ইতিহাস রচনার। পচেফস্ট্রুমে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
বড়দের ছাপিয়ে স্পটলাইটে ছোটরা। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ যতটা, তার চাইতে ঢের বেশি যুব বিশ্বকাপের ফাইনাল নিয়ে। শিরোপার স্বপ্ন পূরণ থেকে মাত্র এক ধাপ দূরত্বে জুনিয়র টাইগার্স। যে পথে বাংলাদেশের বড় বাঁধা ভারত। সাম্প্রতিক বাংলাদেশের সামনে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়ে ভারত। তাদের সঙ্গে ফাইনাল মানেই হতাশার শঙ্কা! তবে এবার নেতিবাচক নয়, আকবর-জয়দের সুযোগ সব প্রতিকূলতা ঠেলে সম্ভাবনার পথে এগিয়ে যাবার।