আজ বেনাপোল ট্র্যাজেডির ৭ বছর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আজ বেনাপোল ট্র্যাজেডির ৭ বছর। ২০১৪ সালের এদিনে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা যায়।
শিক্ষা সফর থেকে ফেরার পথে যশোরের চৌগাছা উপজেলার ঝাউতলায় এ দূর্ঘটনা ঘটে। আহত হয় ৪৭ জন। বেনাপোলবাসী দিনটিকে শোক দিবস হিসেবেই পালন করে। দুর্ঘটনার ১৩ দিন পর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পঞ্চম শ্রেণির ছাত্র ইকরামুল । সর্বশেষ দুর্ঘটনার ৩২ দিন পর ১৯ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই গ্রামের পঞ্চম শ্রেণির ইয়ানুর রহমান। এদিকে, দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থীদের স্মরণে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেনাপোল পৌরসভা নির্মাণ করেছে স্মৃতিস্তম্ভ।