আজ পুলে নামবেন বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আজ পুলে নামবেন বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। দুজনই অংশ নেবেন ডিসিপ্লিনের সবচেয়ে আকর্ষণীয় ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে।
টোকিও অ্যাকুয়াটিক্স সেন্টারে বিকাল ৪ টা ৮ মিনিটে হিট ফোর পুলে নামবেন আরিফুল। তিন বছর ফ্রান্সে অনুশীলন করেছেন এই সাঁতারু। সেখান থেকে সরাসরি জাপান গেছেন আরিফুল ইসলাম। আর নারীদের ইভেন্টে বিকাল ৪ টা ২৮ মিনিটে হিট থ্রিতে পুলে নামবেন ইংল্যান্ড প্রবাসী জুনাইনা। বিগেস্ট শো অন আর্থে দেশের প্রতিনিধিত্ব করতে লন্ডন থেকে সরাসরি টোকিও গেছেন তিনি। সেখানে কোচ নিবেদিতা দাসের তত্ত্বাবধানে আছেন দুই সাঁতারু।