আজ পালিত হচ্ছে নরসিংদী হানাদার মুক্ত দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৭০২ বার পড়া হয়েছে
যথাযথ মর্যাদায় আজ পালিত হয়েছে নরসিংদী হানাদার মুক্ত দিবস।
দিবসটি উপলক্ষে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এরপর, জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় রেলী বের করা হয়। রেলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়। এছাড়া, জেলায় সারাদিন নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।


























