আজ পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহাসিক ‘ডাববাগান যুদ্ধ দিবস’

- আপডেট সময় : ০১:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আজ ১৯ এপ্রিল। পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহাসিক ‘ডাববাগান যুদ্ধ দিবস’। একাত্তরের এই দিনে পাক হানাদার বাহীনির সাথে মুক্তিযোদ্ধা ও ইপিআর বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়।
একাত্তরের এই দিনে দুপুরে নগরবাড়ী ঘাট হয়ে পাকসেনারা বগুড়া যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে মুক্তিযোদ্ধা ও ইপিআর বাহিনীর সদস্যরা সাঁথিয়া উপজেলার ডাববাগান বর্তমানে শহীদ নগর নামক স্থানে অবস্থান নেন। প্রথমত পাকসেনারা সম্মুখ যুদ্ধে টিকতে না পেরে ব্যাপক ক্ষতির স্বীকার ও হতাহতের পর পিছু হটে নগরবাড়ী ফিরে যায়। যুদ্ধে প্রায় ৫০ জন পাকসেনা নিহত হয়। এদিকে, ওই সম্মুখ যুদ্ধে শহীদ হন ইপিআর হাবিলদার মমতাজ আলী, হাবিলদার আব্দুর রাজ্জাক, নায়েক হাবিবুর রহমান, সিপাহী এমদাদুল হকসহ আরও অনেক ইপিআর সদস্য। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধরে রাখতে ২০০১ সালে ডাববাগানে বর্তমান শহীদনগরে ‘বীরবাঙ্গালি’ নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।