আজ নেত্রকোনা হানাদারমুক্ত দিবস

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আজ নেত্রকোনা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শহরের সরকারী কৃষি খামারে এক ভয়াবহ যুদ্ধের মাধ্যমে হানাদার মুক্ত হয় নেত্রকোনা।
উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এ যুদ্ধে শহীদ আবদুস সাত্তার, আবদুল জব্বার ওরফে আবু খা ও আবদুর রাশিদ নামে তিন যোদ্ধা। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর এই দিনে মুক্ত হয় নেত্রকোনা। পাকবাহিনীর হাতে শহীদ হন মুক্তিযোদ্ধাসহ শত শত নিরস্ত্র মানুষ। সম্ভ্রম হারান শত শত মা-বোন। জ্বালিয়ে জ্বালিয়ে দেয়া হয় অসংখ্যক গ্রাম। জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করছে।