আজ নিজ নিজ লিগে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আজ নিজ নিজ লিগে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। লা লিগায় বাংলাদেশ সময় রাত ২টায় এইবারের মুখোমুখি হবে রিয়াল।
আর একই সময় লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ লিলে। টানা পঞ্চম জয়ের লক্ষ্যে এইবারের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ইনজুরি সমস্যা নেই দলে। সেরে উঠেছেন এডেন হ্যাজার্ড। তবে এই ম্যাচে জিদানের ভাবনায় নেই এই বেলজিয়ান তারকা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ক্যাসেমিরো। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে মৌসুমটা ভালো যাচ্ছে না এইবারের। যদিও রিয়ালের বিপক্ষে চমক দেখাতে তৈরী তারা। সমান ম্যাচে টেবিলের ১৩ নম্বরে এইবার।



















