আজ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আজ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। ক্যানবেরায় দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
হার দিয়ে আসর শুরু করেছে সালমা খাতুনের দল। প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হেরেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর মিশন টাইগ্রেসদের, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে চায় আক্রমনাত্মক ক্রিকেট। সালমা, জাহানারা, রুমানা, ফারজানাদের মতো অভিজ্ঞরাই দলের মূল শক্তি। তাই প্রতিপক্ষ নয়, নিজেদের সামর্থের ওপর বেশি আস্থা টিম টাইগ্রেসের। অন্যদিকে, প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষেও সেই ছন্দ ধরে রাখতে চায় স্বাগতিক শিবির।