আজ দেশে ফিরছেন বাংলার সোনার ছেলেরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের বিশাল অর্জন নিয়ে আজ দেশে ফিরছেন বাংলার সোনার ছেলেরা।
গেলো রোববার পচেফস্ট্রমে ফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। সোনার ছেলেদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিবর্তিত সময় সূচি অনুযায়ী, বিকেল ৫টায় দেশের মাটিতে পা রাখবেন আকবর-হৃদয়রা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বিমানবন্দরে বিশ্বজয়ী দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। সেখান থেকে সরাসরি বিসিবিতে নিয়ে আসা হবে তাদের। পরে, অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। এদিকে, আকবর আলিদের সাদর সম্ভাষণ জানাতে শেরেবাংলায় হোম অব ক্রিকেটের ভিতরে ও বাইরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মিরপুরের প্রতিটি দেয়াল ছেয়ে গেছে আকবর বাহিনীর পোস্টার ও ব্যানারে।