আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। বিভিন্ন বুথফেরত সমীক্ষায় এগিয়ে আছে আম আদমি পার্টি। যদিও, সরকার গঠনের ব্যাপারে এখনও আত্মবিশ্বাসী বিজেপি।
সকাল আটটায় ভোট গণনা শুরুর পর ৫৮ আসনে এগিয়ে আছে আম আদমি পার্টি। আর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এগিয়ে ১২ আসনে। গত বিধানসভা ভোটে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জয় লাভ করে আম আদমি পার্টি। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটের ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৫টিতে এগিয়ে ছিল বিজেপি। পাঁচটিতে কংগ্রেস। আম আদমি পার্টি একটিতেও নয়। লোকসভার সাতটি আসনের সাতটিতেই জয় পায় বিজেপি। ২০১৪ সালের লোকসভা ভোটে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। সেই ভোটেও বিজেপি দিল্লিতে সাতটিতে জিতেছিল। কিন্তু পরের বছরই বিধানসভা ভোটে আম আদমি পার্টির স্রোতে ভেসে যায় বিজেপি।