আজ থেকে সারাদেশে গণপরিবহন বন্ধ

- আপডেট সময় : ০১:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনার কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আজ থেকে সারাদেশে গণপরিবহন বন্ধ। বৃহস্পতিবার সকালে ঢাকার সড়কে দু-চারটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ছাড়া গণপরিবহন দেখা যায়নি। জরুরি সেবার যান ও মালবাহী ট্রাকও খুব একটা দেখা যায়নি।
রাজধানীর বিভিন্ন পয়েন্ট আইনশৃংখলাবাহিনীর পাশপাশি সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছে। সড়কে অবস্থান নিয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করেছেন। মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখলেই থামাচ্ছেন পুলিশ সদস্যরা। জরুরি গণপরিবহনে নিষেধাজ্ঞা থাকায় বুধবার থেকেই সড়কে গণপরিবহন কম দেখা যায়। রাজধানীর বনানী-এয়ারপোর্ট সড়কে দু’একটা পণ্যবাহী ট্রাক ছাড়া বাস চলাচল করতে করতে দেখা যায়নি। দু-চারটি প্রাইভেটকার দেখা গেছে। অন্য দিনের চেয়ে মোটরসাইকেলও কম ছিল। উবার-পাঠাওয়ের মত বাহনও তেমন একটা দেখা যায়নি। লোকজনও খুব কম দেখা গেছে সড়কে। তারা বাসা বাড়িতেই অবস্থান নিয়ে আছেন। কেউ কেউ লম্বা ছুটিতে আগেই গ্রামের বাড়ি চলে গেছেন।