আজ থেকে সারাদেশে গণটিকাদান কর্মসূচী শুরু হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:২১ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আজ থেকে সারাদেশে গণটিকাদান কর্মসূচী শুরু হয়েছে। দেশের জেলা-উপজেলায় দেয়া হচ্ছে চীনের তৈরি সিনোফার্মের টিকা। আর আগামীকাল থেকে দেশের ১২টি সিটি করপোরেশনে দেয়া হবে ফাইজার ও মডার্নার টিকা।
স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক জানিয়েছেন, সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেয়া হচ্ছে। আর সিটি করপোরেশনে পৌঁছে গেছে মডার্নার ভ্যাকসিন। দুই মাস বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় ৭ জুলাই টিকার জন্য নিবন্ধন শুরু হয়। এ দফায় দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৯০ লাখ ৫৩ হাজার ৩৮৪ জন। প্রথম দফায় ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে গণটিকাদান শুরু হয়।