আজ থেকে শুরু হলো ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হলো ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ। প্রথমবারের মতো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
উদ্বোধনী ম্যাচে গেলো দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস মুখোমুখি হলো জাহানারা আলমের ভেলোসিটির। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়। তিন দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অলরাউন্ডার জাহানারা আলম ছাড়াও অংশ নিচ্ছেন সালমা খাতুন। গত আসরের মতো এবারও জাহানারা আলম মাঠে নামছেন ভেলোসিটির হয়ে। প্রথমবারের মতো অংশ নিচ্ছেন সালমা খাতুন। তিনি খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে। ৫ নভেম্বর লড়াইয়ে নামবে সালমার ট্রেইলব্লেজার্স এবং জাহানারার ভেলোসিটি।




















