আজ থেকে জেলায় জেলায় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি

- আপডেট সময় : ০২:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজ থেকে জেলায় জেলায় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আজ দেশের ছয় জেলায় সমাবেশ করবে দলটি।
কর্মসূচির প্রথম দিনে আজ ঢাকা বিভাগের টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ হবে। সমাবেশ সমন্বয় করবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বগুড়ায় চলছে সমাবেশের প্রস্তুতি। শহরের নবাববাড়ির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। উপজেলা ও শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কড়া নিরাপত্তা নেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। আগামী ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ছয়টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন সাতটি করে সমাবেশ হবে। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রত্যেক জেলার জন্য পৃথক কমিটি গঠন করে দেয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে ৩২ জেলায় সমাবেশ হবে।