আজ থেকে কার্যকর হচ্ছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি
- আপডেট সময় : ০৬:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ১৯০৬ বার পড়া হয়েছে
আজ থেকে কার্যকর হচ্ছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি। এদিকে, আগামীকাল থেকে ইসরাইলি বন্দি বিনিময় শুরু হবে দুপক্ষের।
ইসরাইলের নিরাপত্তা পরিষদের প্রধান জাকি হানেগবি এই তথ্য জানিয়েছেন। যদিও ৱসাময়িক যুদ্ধবিরতি আজ থেকে কার্যকর হওয়ার কথা। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব বুধবার অনুমোদন দেয় ইসরায়েল। প্রস্তাব অনুযায়ী, অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা আপাতত বন্ধ থাকবে। বিনিময়ে চারদিনের মধ্যে হামাস তাদের হাতে বন্দী ৫০ জনের মতো জিম্মিকে মুক্তি দেবে। চুক্তির অধীনে ইসরায়েল প্রথম ৪ দিনের মধ্যে ৫০ জন জিম্মির বিনিময়ে ১৫০ জন নিরাপত্তা বন্দীকে মুক্তি দেবে। আরও জিম্মি মুক্তি পেলে ৩০০ বন্দীর তালিকা থেকে একই অনুপাতে আরও কারাবন্দীদের মুক্তি দেয়া হবে। এদিকে, বুধবার সকালে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার ঘটনায় নিহত হয়েছে ৫২ জন একই পরিবারের সদস্য।
























