আজ থেকে ওয়ানডে মিশনে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আজ থেকে ওয়ানডে মিশনে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজ প্রথম ওয়েনডেতে মুখোমুখি হবে দু’দল। আহমেদাবাদে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না ভারতের। গেল দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট ও ওয়ানডের দুই ফরম্যাটেই ধরাশয়ী হয়েছে বিরাট কোহলিরা। তাই চাপে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। তবে, ঘরের মাটিতে সিরিজ হওয়ায় আশাবাদী রোহিত শর্মার দল। বিপরীতে উড়ছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ইংল্যান্ড হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ক্যারিবিয় শিবির। অতীত পরিসংখ্যানে এগিয়ে ভারত। দু’দলের শেষ পাঁচবারের দেখায় ৪ জয়ে ধরাছোঁয়ার বাইরে কোহলি-রোহিত শর্মারা। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল।










