আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
 - / ১৫৬৪ বার পড়া হয়েছে
 
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। ক্যারিবীয়রা কম শক্তিশালী দল নিয়ে আসলেও, করোনাকালে তারা একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলায় বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে বলে জানিয়েছেন- বিসিবি পরিচালক আকরাম খান।
ওয়ানডে দল মাশরাফীর অভিজ্ঞতার অভাববোধ করবে বলেও মনে করেন তিনি। প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টুয়েন্টির মতো এই সিরিজেও মাঠে থাকবে না দর্শক। উইকেটও হবে ওই দুই টুর্নামেন্টের মতো। ১৬ জানুয়ারি চূড়ান্ত ওয়ানডে দল ঘোষণা হবে বলে জানান আকরাম খান। প্রথম দফা করোনা পরীক্ষায় দলের সবার সাথে নতুন ব্যাটিং কোচ জন লুইস নেগেটিভ হওয়ায় তার কোয়ারেন্টাইনের সময় কমিয়ে আনার ব্যাপারে সরকারের ইতিবাচক সাড়ার প্রত্যাশা করছে ক্রিকেট বোর্ড। এদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
																			
																		














