আজ ডাক্তার মিলন দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
আজ ডাক্তার মিলন দিবস। সকালে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন কবর জিয়ারত করেন এবং মিলনের আত্মার মাগফিরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও এখনো পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। প্রাতিষ্ঠানিক রূপ দিতে আরো সময়ের প্রয়োজন। এজন্য সব রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহবান জানান তিনি। বিএনপি যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বলেছেন -আরেকটি সংগ্রাম, আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। তবেই ডাক্তার মিলনের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেন তিনি।





















