আজ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধি প্রাপ্তির দিন

- আপডেট সময় : ০৮:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধি প্রাপ্তির দিবস আজ। ১৯৬৯ সালের এই দিনে তৎকালীর রেসকোর্স ময়দানের কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। জাতীয় প্রেসক্লাবে দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানে, বঙ্গবন্ধুর তৎকালীন ব্যক্তিগত সহকারি তোফায়েল আহমেদ বলেন, বিশ্ব ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকবেন
ঐতিহাসিক ৬ দফাকে দেশবিরোধী চক্রান্ত হিসেবে মনে করেছিলো তৎকালিন পাকিস্তানি শাসকগোষ্ঠী। তাই দীর্ঘ ৩৩ মাস কারারুদ্ধ করে রাখা হয় শেখ মুজিবুর রহমানকে। ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্ত হওয়ার পরদিন, সে সময়কার রেসকোর্স ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশে যোগ দেন তিনি। এরপর শেখ মুজিব হয়ে উঠেন বঙ্গবন্ধু। সমাবেশে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও তৎকালীন ছাত্র নেতা তোফায়েল আহমেদ এ সংক্রান্ত ঘোষণা দেন। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তোফায়েল আহমেদ স্মৃতিচারণ করেন ঐতিহাসিক দিনটির। বলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সারা বিশ্ব স্বীকৃত সর্বজনবিদিত নেতা বঙ্গবন্ধু।অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শোষণ ও বৈষম্যহীন দেশ গড়তে আজীবন আদর্শ হয়ে থাকবেন বঙ্গবন্ধু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।