আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে এবারও সীমিত পরিসরে পালিত হচ্ছে মুজিবনগর দিবস।
সকাল ছয়টায় মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের জন্য দোয়া করা হয়। সকাল ৯টায় মুজিবনগর স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এরপর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।