আজ আষাঢ়ের প্রথম দিন

- আপডেট সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
আষাঢ়ের প্রথম দিন আজ, বাংলার প্রকৃতিতে আগমন বর্ষার। শত অনাকাঙ্খিত ঘটনার ভিড়েও এক চিলতে বিশুদ্ধ সুখ এনে দেয় এই বর্ষা। তবে এবার করোনা পরিস্থিতির কারণে কোথাও হচ্ছে না বর্ষাবরণ উৎসবের কোন আনুষ্ঠানিকতা। তবুও বর্ষার রিমঝিম শব্দ উৎসবের ঝংকার তোলে বাঙ্গালী মনে। প্রত্যাশা, মহামারীর এই কঠিন সময় কালো মেঘ ঝাপিয়ে ভেসে যাক বার্ষায় ।
পুষ্প-বৃক্ষে, পত্র-পল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা আর সবুজের সমারোহ নিয়ে এসেছে বর্ষা। আষাঢ়ের প্রথম দিনে আজকের আকাশেও তাই মেঘের ঘনঘটা।
গ্রীষ্মের খরতাপের শুষ্ক প্রকৃতিকেই শুধু নয়, বর্ষা ভিজিয়ে দেয় মনকেও। কখনো অন্ধকার করা কালো মেঘ, কখোনা ঝিরিঝিরি আবার কখনো বা মুষলধারে বৃষ্টি।
বর্ষায় প্রেম জাগে মনে, হৃদয় নেচে উঠে ভালোবাসার টানে। গাছে গাছে ফোঁটে কদম-বকুল, সৌন্দর্য ছড়ায় বাংলার গ্রাম, নগর ও শহরে। ঘাঁসফুল, সন্ধ্যা মালতিও কম না ।
বর্ষার ঘনকালো মেঘ আর বৃষ্টি ভিজিয়ে দিক মহামারীকাল। প্রকৃতির সাথে সাথে উচ্ছ্বসিত হোক মানুষের হৃদয়। মনে লাগুক সজিবতার ছোঁয়া। আর বর্ষাবরণের উৎসবগুলো তোলা থাক আগামীর জন্য।