আজ আবারও ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিকেটাররা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
একদিন বিরতির পর আজ আবারও ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। মিরপুর ছাড়াও দেশের ৬টি ভেন্যুতে হয়েছে নারী ও পুরুষ ক্রিকেটারদের অনুশীলন।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সাথে প্রথমবার মিরপুরে ঘাম ঝরিয়েছেন লিটন দাস। একই সাথে অনুশীলন করেছেন আল আমিন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানরা। এদিকে, বগুড়ায় অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। রানিং আর ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নেন মিস্টার ডিপেন্টডেবল। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এভাবেই চলবে অনুশীলন। এরপর শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াড ঘোষণার পর দলগত অনুশীলন করবেন ক্রিকেটাররা।




















