আজ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

- আপডেট সময় : ০৯:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আজ ২৩ জুন। আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার টিকাটুলীর রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী এ রাজনৈতিক দলটি। শুরুতে আওয়ামী মুসলিম লীগ নাম থাকলেও ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে আওয়ামী লীগ। প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে অর্জিত হয়েছে স্বাধীনতা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ দেশ গড়ার কাজ করছে আওয়ামী লীগ সরকার।
১৯৪৯ সালের ২৩জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামসুল হক। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে থাকা অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ।
শুরু থেকেই নেতাকর্মীদের অঙ্গীকার ও ত্যাগ তিতীক্ষার মধ্য দিয়ে পাকিস্তানী শাসকদের বিরুদ্ধে বাঙ্গালী জাতির গৌরবজ্জ্বল ইতিহাস রচনা করে মাটি ও মানুষের এই রাজনৈতিক দলটি। অসাম্প্রদায়িক চেতনা আর জনগণের সমর্থন নিয়ে আজ বিকশিত বাংলাদেশ আওয়ামী লীগ।
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জানান, পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের অধিকার সুসংহত করতেই প্রতিষ্ঠা হয় আওয়ামী লীগের।
তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ আরো সুদৃঢ় করেছে সরকার পরিচালনায় দলটির দক্ষতা।
স্বাধীকার থেকে স্বাধীনতা সর্বশেষ গণতন্ত্র উত্তরণ কিংবা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়া, প্রতিটি সংগ্রাম লড়াই আর অর্জনে নেতৃত্ব দিয়ে চলছে জাতির পিতার হাতে গড়া আওয়ামী লীগ ।