আজকের দিনে পূর্ব বাংলার সরকারি কর্মচারীরা জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর নির্দেশ পালন করবেন বলে ঘোষণা দেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
১৯৭১ সালের ৯ই মার্চ পূর্ব বাংলার সরকারি কর্মচারীরা জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর নির্দেশ পালন করবেন বলে ঘোষণা দেন।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের পর শিল্পীরা সিদ্ধান্ত নেন, ঢাকা বেতার ও টেলিভিশনের সব অনুষ্ঠান বর্তমান গণআন্দোলনের অনুকূল হবে। বঙ্গবন্ধুর ভাষণ রিলে করার শর্তে বেতারকর্মীরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেন। ৯ই মার্চ পূর্ব বাংলার স্বাধীনতা স্বীকার করে নেয়ার জন্য পশ্চিম পাকিস্তানকে আহবান জানান মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি ১৪ দফার ভিত্তিতে আন্দোলনের ডাক দেন। আর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের সঙ্গে ছাত্রনেতারা একাত্মতা ঘোষণা করেন। ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক জনাব শাজাহান সিরাজ, ডাকসুর সহ-সভাপতি জনাব আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস মাখন এক যুক্তবিবৃতি দেন।