আজকের এই দিনেই শত্রুমুক্ত হয়েছিল কক্সবাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আজ ১২ ডিসেম্বর। দেশমাতাকে স্বাধীন করতে মরীয়া বীর বাঙালী মুক্ত করতে থাকে তার একেকটি জনপদ। আজকের এই দিনেই শত্রুমুক্ত হয়েছিল কক্সবাজার।
এদিন কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে দেশের প্রথম পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। কক্সবাজার ও বান্দরবান সেক্টরের যুদ্ধকালিন অধিনায়ক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুস সোবহান এই ঘোষণা দেন। একাত্তরে ছাত্রনেতা শহীদ সুভাষ, শহীদ দৌলত ও শহীদ ফরহাদসহ অসংখ্য সাহসী যোদ্ধাকে নৃশংসভাবে হত্যা করে পাক-হানাদার বাহিনী। যাদের রক্তের দাগ এখনো লেগে আছে কক্সবাজারের বুকে।




















