আগামী ৪ মাস জামিন চাইতে পারবেনা বরখাস্তকৃত সহকারি পোস্ট মাষ্টার

- আপডেট সময় : ০৭:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
দুদকের মামলায় চট্টগ্রামের বরখাস্তকৃত সহকারি পোস্ট মাষ্টার নূর মোহাম্মদকে আগামী ৪ মাস দেশের কোন আদালতে জামিনের জন্য আবেদন না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভূয়া পাশ বইয়ের মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নূর মোহাম্মদকে এই নির্দেশ দেয়া হয়।
মামলা সংক্রান্ত তথ্য গোপন করার কারণে আজ এই আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চ। এসময় আসামী নূর মোহাম্মদ এবং তার আইনজীবীকে কঠোরভাবে সতর্ক করে দেয় আদালত। একই আদালতে জারি করা রুলের তথ্য গোপন করে নতুন নির্দেশনা পেতে করা আবেদনের বিষয়টি হাইকোর্টের নজরে আনে রাষ্ট্রপক্ষ। নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে ২০২০ সালের ২৬ আগস্ট পর্যন্ত তিনি ভূয়া পাশ বইয়ের মাধ্যমে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। তাকে গ্রেফতারের সময় নগদ প্রায় ২২ লাখ টাকা উদ্ধার করা হয়, যার কোন বৈধ উৎস দেখাতে পারেনি সহকারি পোস্ট মাষ্টার, নূর মোহাম্মদ।