আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। বনানীর শেরাটন হোটেলে বিপিএলের লোগো উন্মোচন হয়েছে আজ। একই সাথে ১২ দলের অধিনায়ক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
এসময় বিপিএলের নিজেদের প্রত্যাশা ও লক্ষ্যের কথা তুলে ধরেন প্রত্যেক দলের অধিনায়ক। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফোয়ান সোবহান ও টিভিএস অটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ইকরাম হোসেন। লোগো উন্মোচন শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, বিতর্ক এড়াতে এবার গুরুত্বপূর্ণ ম্যাচে বিদেশি রেফারি খেলা পরিচালনা করবেন। ম্যাচের সময় ডাগ আউটে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা থাকতে পারবেন কিনা, সেটা বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন কাজী সালাউদ্দিন।