আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

- আপডেট সময় : ০১:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী মঙ্গলবার থেকে থেকে সারাদেশের স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ করা হয়েছে।
আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি হবে। এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে। আগামী ১৮-২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত এক জরুরি সভা এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান। উপাচার্য বলেন, গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে এই ছুটি পরবর্তীতে সমন্বয় করা হবে।