আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ইউএস ওপেনের আসর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আগামী ৩১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ইউএস ওপেনের এবারের আসর। তার আগে করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে ইউএস ওপেন যেসব নিয়ম বেধে দিয়েছে তা বাড়াবাড়ি মনে করছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচ।
গ্র্যান্ড স্লাম এই টুর্নামেন্টে শুরু’র আগে সতর্কতা হিসেবে কয়েক দফা করোনা পরীক্ষা করা হবে খেলোয়াড়দের। এই সময়ে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে এয়ারপোর্টের হোটেলে। এছাড়া একাধিক নির্দেশনা দেয়া হয়েছে খেলোয়াড়দের। প্রত্যেক খেলোয়াড় সর্বোচ্চ একজন করে সহযোগী রাখতে পারবেন। কিন্তু জোকোভিচ বলছেন, সাধারণত একই সাথে কোচ, ফিটনেস ট্রেইনার আর ফিজিওথেরাপিস্টের দরকার হয় যেটা এবার রাখা যাচ্ছে না। বিশ্বসেরা টেনিস তারকা জানিয়েছেন, নিয়মগুলো নিয়ে আয়োজকদের সাথে আলোচনা করছেন তিনি।