আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
- আপডেট সময় : ০৮:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
সব সংকট কাটিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৯ টা পর্যন্ত। তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। বাংলা একাডেমিতে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বইমেলা ঘিরে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল নির্মাণের কাজ। তাই ব্যস্ত সময় পার করছেন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো।
করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় ১৫ দিন পর শুরু হচ্ছে এবারের মেলা। মেলায় সাড়ে ৫’শরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।এরইমধ্যে ডিজিটাল লটারীর মাধ্যমে স্টল বরাদ্দ দেয়ার কথা জানান বাংলা একাডেমির মহাপরিচালক। বলেন, এবারের মেলায় প্রবেশ করতে হলে অবশ্যই করোনার টিকা কার্ড প্রদর্শন করতে হবে।
বরাবরের মতোই এবারও প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
করোনার প্রকোপ কমলে মেলার সময় আরেও বাড়তে পারে। আর করোনা সংক্রমণ এড়াতে এবারই প্রথম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের পাশ দিয়ে মেলায় প্রবেশ করার ব্যবস্থা করা হবে।










